
স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী ও বন্যাদূর্গতদের চন্দনাইশ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ১৩ আগস্ট রবিবার পশ্চিম চরবরমায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এস আলম গ্রুপ’র সৌজন্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী জিমরান মোহাম্মদ সায়েক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রিয়াদ হোসেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, চরবরমা ৯ নং ওয়ার্ড মেম্বার আনিসুর রহমান চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ পরিদর্শক প্রবাল বড়ুয়া প্রমুখ। পরে তিনি নদী ভাঙ্গনের সম্মুখীন এলাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট ও ঘর-বাড়ি পরিদর্শন করেন।
