আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী’র ত্রাণ বিতরণ অব্যাহত


বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত, পানিবন্দি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। গত ৮ আগষ্ট থেকে তিনি ব্যক্তি উদ্যোগে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া, বরকল, বরমা, বৈলতলী ও ধোপাছড়ি ইউনিয়নে ১ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রাখেন। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, পিঁয়াজ, আলু, ভোজ্যতেল, লবণ, ডাল, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, কামেলা খানম রুপা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম, আওয়ামী লীগ নেতা শেখ টিপু চৌধুরী, হেলাল উদ্দিন চৌধুরী, এড. নাছির উদ্দীন, শওকত হোসেন ফিরোজ, আ ন ম হাসান চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। ত্রাণ বিতরণকালে আবদুল জব্বার চৌধুরী বলেন, এবারের এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চন্দনাইশবাসী। বন্যা দুর্গত এলাকার লোকজন খাবার নিয়ে ব্যাপক কষ্টে আছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর