আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইআইইউসি এর আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের সেমিনার সম্পন্ন


সোমবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ইউসুফ উদ্দীন খালেদ চৌধুরীর পরিচালনা ও সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষদের ডিন ও ট্রেজারার অধ্যাপক ডঃ মুহাম্মদ হুমায়ুন কবির।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ ইফতেখার উদ্দীন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ছরওয়ার আলম।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক আমীর মোহাম্মদ খান এবং প্রভাষক আয়েশা সিদ্দিকা। গবেষণা প্রবন্ধের উপর আলোচনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মুহাম্মদ রিয়াজ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ডঃ সুলতানা জাহান। প্রেস বিজ্ঞপ্তি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর