আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন এমপি নদভী


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোগাহাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

সম্প্রতি তিনি এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্তরের জনগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।

তার সমর্থকরা বলছেন, মেডিকেলে যে ধরণের দুর্নীতি চলে সেই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবধরনের দুর্নীতি সমুলে নিপাত করতে হবে।

বুধবার (২৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব মো. মাহবুব জামিলের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, চট্টগ্রাম মহিলা আসন-৬ (ফটিকছড়ি-নানুপুর) এর সাংসদ বেগম খাদিজাতুল আনোয়ারকেও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যের দায়িত্ব দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর