আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামায়াতের কাঞ্চনা মনুফকির হাট ইউনিট গঠন


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ঐতিহ্যবাহী মনুফকির হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ইউনিট কমিটি গঠন করা হয়েছে।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৮ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়, উত্ত কমিটি ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের। অনুষ্ঠানে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের প্রায় সকল দায়িত্বশীল ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাতে কাঞ্চনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে মোহাঃ সোহেলকে সভাপতি মহিউদ্দিন কে সাধারন সম্পাদক করে ৮ সদস্যবিশিষ্ট জামায়াতের বাজার ইউনিট আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।কমিটি ঘোষনার পর বৃহস্পতিবার রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা মাওলানা আবু তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্নীতিমুক্ত দেশ, আদর্শিক জীবন ও সমাজ গঠনে বদ্ধপরিকর, তারই ধারাবাহিকতায় মনুফকির হাট বাজার দীর্ঘ দিন যাবৎ অবহেলিত। সাধারণ ব্যাবসায়ী স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেনি। বাজারে বিশৃংখলা বিরাজ করছিল, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের পরামর্শে এবং মনুফকির হাট ব্যবসায়ীদের অনুরোধে ইউনিয়ন জামায়াতের বাজার ইউনিট গঠিত হয়েছে, এখন থেকে জামায়াতের এ ইউনিট সুশৃংখলভাবে বাজার পরিচালনা সহ সাধারণ ব্যাবসায়ীরা নিরাপদে ব্যাবসা পরিচালনা নিশ্চিত করবে ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর