চট্টগ্রাম

দোহাজারী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী এসএম জামাল উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক


 

মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য দোহাজারী পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ‘ডালিম’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৎ, নির্ভীক ও আদর্শবান ব্যক্তিত্ব সম্পন্ন, গরিব অসহায় মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ বলে সর্বজন স্বীকৃত, নির্লোভ ও নিরহংকার সমাজসেবক, দোহাজারী ইউনিয়ন পরিষদ থাকাকালীন ৭ নম্বর ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত সফল মেম্বার এসএম জামাল উদ্দিন।

তাঁর সমর্থনে শুক্রবার (৭ জুলাই) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ কিল্লাপাড়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির অন্যতম সর্দার ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সূচনা বক্তব্য রাখেন- দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের হেডমাওলানা আবু ছাদেক মো. মহসিন আজাদী।

বক্তব্য রাখেন- ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস, দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির প্রধান সর্দার হারুন-অর-রশিদ, অন্যতম সর্দার আব্দুল মতলব সওদাগর, আবু তাহের কোম্পানি, সিরাজুল ইসলাম মুন্সি, প্রবীন আ.লীগ নেতা আব্দুল আলম, মুন্সি মিয়া, নেজাম উদ্দিন, ওয়ার্ড আ.লীগ সভাপতি আজম আলী, শ্রমিক নেতা আবু তৈয়্যব কোম্পানী, শফিউল আলম পারভেজ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ইকবাল করিম খোকা, শিক্ষানবিশ আইনজীবী তৌহিদুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু তালেব, যুবনেতা জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম সোহেল, আব্দুল আজিজ, নাজিম উদ্দীন, মোরশেদ আলম প্রমূখ।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ডালিম’ মার্কায় ভোট প্রার্থনা করে এসএম জামাল উদ্দিন বলেন, “ইউনিয়ন পরিষদ থাকাকালীন সময়ে টানা ৩৫ বছর ৭ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করেছি। কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করি নাই। এই ওয়ার্ডের উন্নয়ন আর মানুষের সেবায় ব্যস্ত থেকেছি। এই ওয়ার্ডের মানুষ আমার আত্মার আত্মীয়। এই ওয়ার্ডের কোথায় কি সমস্যা রয়েছে তা আমার নখদর্পনে। আমি নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শক্রমে ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। জীবনের বাকী সময়টুকু জনগণের সেবায় কাটিয়ে দেবো।”


Related posts

চন্দনাইশে অস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসীদের সহযোগী আটক

Chatgarsangbad.net

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Chatgarsangbad.net

জেলে বসেই গরু ও ইয়াবা চোরাচালান সক্রিয় করতে মরিয়া ‘ডাকাত শাহিন’ গ্রুপ

Md Maruf

Leave a Comment