আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অস্ত্রসহ পাহাড়ি সন্ত্রাসীদের সহযোগী আটক


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে বিপুল পরিমাণ অস্ত্রসহ মো. আনোয়ার (২৬) নামে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে মিলে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। আটক মো.আনোয়ার উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড পূর্ব হাতিয়া খোলা ঘিলাতলি এলাকার অলি আহম্মদ ওরফে অলি ফকিরের ছেলে। পুলিশ জানায়, শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে দোহাজারী পৌরসভার হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, বন্দুকের বাট ছাড়া ৩টি নল, ৩টি চাপাতি, ৫টি ছোট-বড় ছুরি এবং একটি ধামা উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটক আনোয়ার পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতো। তাদের সঙ্গে মিলে বাগানিদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর