আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের উপ-কমিটির সভা অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) এর ৫৩তম আসর আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ উপলক্ষে (৮ জুলাই) শনিবার সকাল ১০টায় সীরত ময়দান সংলগ্ন হলরুমে মাহফিলের উপ-কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হযরত শাহ ছাহেব কেবলার দৌহিত্র আলহাজ্ব মাওলানা শাহ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপি এর সাবেক চেয়ারম্যান এম ডি জুনাইদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের প্রধান উপস্থাপক ও চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। মাহফিলের উপ-কমিটি ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সীরাত কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপ-কমিটি কার্যক্রমের প্রধান শাহাজাদা মাওলানা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। শাহ সাহেব কেবলার দৌহিত্র ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার ও শাহ্ সোলাতান জামে মসজিদ এর খতিব শেখ সোলতান মুহাম্মদ রাফি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, মাহবুবুল আলম, নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম, এডভোকেট মিনহাজুল আবরার, অধ্যাপক আবদুল খালেক, মাস্টার আবদুস সালাম, মাস্টার নাছির উদ্দিন, চুনতি হাজি রাস্তা এলাকার বাসিন্দা, রাজনীতিবিদ ও সমাজসেবক আখতার হোসাইন চৌধুরী, ছৈয়দুল আলম সিদ্দিকি, সাবেক মেম্বার জামিল উদ্দিন, মোছিহুল আজিম খাঁন সিদ্দিকি, মাহবুল হক মাবু, বাঁশখালি প্রতিনিধি আবু বক্বর টিপু, পদুয়া আইনুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ,ন,ম নোমান, সোনাকানিয়া ইউনিয়নের প্রতিনিধি মাওলানা কাজি সৈয়দ আহমদ, বাঁশখালি প্রতিনিধি হামিদুল আজম, জাহাঙ্গীর আলম, চুনতি ইউসুফ মঞ্জিল লুৎফুর রহমান তুষার, মোস্তাক আহমদ, কক্সবাজার (সাতকানিয়া-লোহাগাড়া) সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জেবর মুল্লুক, সাতকানিয়ার প্রতিনিধি সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, বড়হাতিয়ার কৃতি সন্তান কক্সবাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম, আলুরঘাট লোহাগাড়া প্রতিনিধি মাওলানা জসিম উদ্দিন, বড়হাতিয়া মাইজ পাড়া প্রতিনিধি মাওলানা এহেছানুল হক, বড়হাতিয়া হাটখোলা মুড়া প্রতিনিধি মাস্টার নাছির আহমেদ, কুমিরাঘোনা প্রতিনিধি বাহাদুর চৌধুরী, এম,রফিক মিয়া চৌধুরী, সাইদুল ইসলাম, ভবানীপুর প্রতিনিধি আবদুল হাকিম, কুমিরাঘোনা প্রতিনিধি মাওলানা আইয়ুব আলী আনচারি, স্বর্ণের দোকান ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি মাওলানা আতিকুর রহমান, লোহাগাড়া বণিক সমিতির নেতা ব্যবসায়ী ও সাংবাদিক সাত্তার সিকদার, বাইশারী ও গর্জনিয়া প্রতিনিধি মাওলানা মোঃ হোছাইন, বড়হাতিয়া লস্কর পাড়ার বাসিন্দা, নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, কলাউজানের প্রতিনিধি মাওলানা মোঃ ইব্রাহীম আজাদ,আহমদ মঈনুদ্দিন, আতাউল্লাহ আনসারী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত উপ-কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতকানিয়া দক্ষিন চরতী মজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাহেরুল কাদের। পরে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত তিন হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর