আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চাকরির খবর

প্রাণিসম্পদ কর্মকর্তা পদে চাকরি


অনলাইন ডেস্কঃ প্রাণিসম্পদ কর্মকর্তা পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মমতা কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য ইউনিট।

খালি পদঃ ২
জব কনটেক্সটঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হতে সনদপ্রাপ্ত (সনদ নংঃ ০০৯২৭-০১০৮২-০০২১৮) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা “মমতা” কর্তৃক ‘পিকেএসএফ’ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন “বন্যগরু বা গয়াল (Bos frontalis)-এর জাত সংরক্ষণ, উন্নয়ন এবং খামার পর্যায়ে পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন” প্রকল্পের অধীনে ‘প্রাণিসম্পদ কর্মকর্তা’ পদে নিয়োগ এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুন অভিজ্ঞতা ছাড়াই প্রশিক্ষক নেবে জাগো ফাউন্ডেশন, চাকরি চট্টগ্রামে

কর্মস্থলঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও নিকটবর্তী বান্দরবান সদর উপজেলা।
চাকরির দায়িত্বসমূহঃ বন্যগরু বা গয়াল ব্যবস্থাপনা, বিজ্ঞানভিত্তিক গয়াল পালন প্রদর্শনী খামার গড়ে তোলা, উপকারভোগী সদস্যদেরকে গয়াল পালনে অর্থায়নে সহযোগিতা প্রদান, প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণ, রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সর্বোপরি গয়াল খামার গড়ে তোলায় কারিগরী সহযোগিতা প্রদান করা।

চাকরির ধরনঃ ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতাঃ ডিভিএম/বি-এসসি (পশুপালন) ডিগ্রী। সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনঃ ৪০০০০ টাকা (মাসিক)।
কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ প্রভিশন পিরিয়ড (তিন মাস) এরপর বাৎসরিক সর্বসাকুল্য বেতনের ৫০% হিসেবে ২টি উৎসব ভাতা ও ১০% হিসেবে একটি নববর্ষ ভাতা প্রদান করা হবে।

তথ্যসূত্রঃ বিডিজবসডটকম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর