বিশ্ব ইজতমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে কাঁদলেন লক্ষাধিক মুসল্লি


অনলাইন ডেস্কঃ বিশ্ব ইজতমার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া আখেরি মোনাজাতে স্রষ্টার কাছে নাজাত কামনা করে কাঁদলেন লক্ষাধিক মুসল্লি।

আখেরি মোনাজাত শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ২৩ মিনিটের এই মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। কয়েক লাখ মুসল্লির সমাগমে পূর্ণ এবারের ইজতেমার প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

আরও পড়ুন বিশ্ব ইজতেমায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্দেশনা

এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে রবিবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা এসেছেন ইজতেমা মাঠে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় এসেছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামি ৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। তাবলিগ জামাতের বিশ্ব আমির দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনসারীরা এ পর্বে অংশ নেবেন।


Related posts

জালিয়াতি করে কারারক্ষী নিয়োগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় হাইকোর্ট

Chatgarsangbad.net

করোনার প্রথম ডোজ ৩ অক্টোবরের পর বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর

Chatgarsangbad.net

চন্দনাইশে এসি (ল্যান্ড)’র যোগদান

Chatgarsangbad.net

Leave a Comment