সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নতুন সহকারী কমিশনার -ভূমি (এসি -ল্যান্ড) হিসেবে যোগদান করেছেন ডিপ্লোমেসি চাকমা। তিনি গতকাল বৃহষ্পতিবার (৩১ আগস্ট) নতুন এ কর্মস্থলে যোগ দেয়ার পরপরই প্রথানুযায়ী চন্দনাইশ অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে বিদায়ী এসি (ল্যান্ড) জিমরান মোহাম্মদ সায়েককেও বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো আবদুল জব্বার চৌধুরী এবং ইউএনও মাহমুদা বেগম তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত এসি (ল্যান্ড) ডিপ্লোমেসি চাকমার জন্ম রাঙ্গামাটিতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসনে স্নাতক-সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্বামী সমীরণ মারমা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ-এ সহকারী ব্যবস্থপক হিসেবে কর্মরত রয়েছেন। একমাত্র সন্তান (মেয়ে) দ্বীপশ্রী মারমা টুকটুক’র বয়স প্রায় দুই বছর।
প্রশাসন ক্যাডারে ৩৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৯ সালের ৭ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পটুয়াখালীতে যোগদান করেন। সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসন দপ্তরে কর্মরত ছিলেন। প্রথমবারের মত সহকারী কমিশনার (ভূমি) হয়ে চন্দনাইশ উপজেলায় যোগ দেন ৩১ আগস্ট ২০২৩, বৃহষ্পতিবার।
Leave a Reply