আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন


অনলাইন ডেস্কঃ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (১৮ মার্চ) চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেয় তারা।

স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা ইন্টার্ন চিকিৎসকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের আন্দোলনে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের সম্মুখ সৈনিক। বর্তমান স্মার্ট বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের ইন্টার্ন চিকিৎসক সমাজ এখনও তাদের ন্যায্য অধিকারস্বরুপ বেতন ভাতা পাচ্ছে না, যেখানে অন্যান্য যেকোনো কর্মক্ষেত্রে এমন বৈষম্য নেই। বিগত সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইন্টার্নদের ভাতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সপ্তাহে ৭ দিন, মাসে ৩০ দিনের বিপরীতে ১৫ হাজার কোনোভাবেই একজন ইন্টার্নের পরিশ্রমের সুবিচার করতে পারে না।’

আরও পড়ুন চমেক হাসপাতালে দুদকের অভিযান

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় আমরা মনে করি, আপনার (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক) সার্বিক সহায়তায় এবং আমাদের অবিরত প্রচেষ্টার মাধ্যমে ইন্টার্ন ভাতা কমপক্ষে ৩০ হাজার টাকায় উন্নীত করা এখন সময়ের দাবি। আপনি আমাদের ইন্টার্নদের অধিকারের জায়গা থেকে ভাতা বৃদ্ধির বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন।’

তথ্যসূত্র: মেডিভয়েস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর