চট্টগ্রাম

চকবাজার বালি আর্কেড সুপারমলে মোবাইল ল্যাব’র ২য় শাখার উদ্বোধন 


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চকবাজারস্থ বালি আর্কেড সুপারমলে যাত্রা শুরু করলো মোবাইল ল্যাবের ২য় শাখা। শুক্রবার (৬ জানুয়ারি) বালি আর্কেডে (৫ম তলা ৩১নং দোকান) আনুষ্ঠানিকভাবে মোবাইল ল্যাবের ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কেক ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শেঠ গ্রুপের এমডি আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান আলম শেঠ।  এসময় আরও উপস্থিত ছিলেন, মোবাইল ল্যাবের স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী, আওয়ামিলীগ নেতা মাকসুদুল আলম, স্বপন দেব, মনোতোষ দাশ গুপ্ত, কাঞ্চন চৌধুরী, আদহামুল হক চৌধুরী, কামাল উদ্দিন, ফখরুল ইসলাম রাশেদ, মোহাম্মদ ইমরানুল হক, শহিদুল ইসলাম জাশেদ, ইপাস প্রমূখ।

মোবাইল ল্যাবের স্বত্বাধিকারী হারুনুর রশিদ চৌধুরী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই সময়ে মোবাইল হ্যান্ডসেট রিপেয়ারিংয়ের জন্য গ্রাহকরা যাতে ভোগান্তিতে না পড়ে এবং কাস্টমার যেন মানসম্মত সার্ভিস গ্রহণ করতে পারে সেই লক্ষেই আমাদের ২য় শাখা চালু করা হয়েছে।


Related posts

চট্টগ্রামে গণহত্যার ৩৬ বছর আজ: শহিদ স্তম্ভে জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি

Chatgarsangbad.net

বরমায় বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতের প্রীতি সমাবেশ

Chatgarsangbad.net

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন চাটগাঁর সংবাদের সহ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ

Chatgarsangbad.net

Leave a Comment