আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘ কর্তৃক ৪র্থ বারের মত আয়োজিত মরহুম শাহেদ স্মৃতি আরপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট

“মন ও শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম”


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘ কর্তৃক ৪র্থ বারের মত আয়োজিত মরহুম শাহেদ স্মৃতি আরপিএল নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ২য় সেমিফাইনাল খেলা শনিবার (৭ জানুয়ারি) রাতে সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। বিপুল দর্শকের উপস্থিতিতে উক্ত খেলায় কর্ণফুলী এক্সপ্রেসকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে কংলাক ওয়ারিয়র্স। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সোনিয়া। খেলা শেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা জয়নাল আবেদীন জয়ের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দোহাজারী পৌরসভা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী। উদ্ভোধক ছিলেন দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদলের আহবায়ক পলাশ দত্ত।

বিশেষ অতিথি ছিলেন, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল আহবায়ক মু. আলমগীর, দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সদস্য- মু. শহিদুল ইসলাম, মু. মুবিন, মু. ইলিয়াস, ১নং ওয়ার্ড সভাপতি নাসির, ২নং ওয়ার্ড সভাপতি টিপু, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নাসির, ৭নং ওয়ার্ড প্রচার সম্পাদক হাছান, রায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘ সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ। খেলায় আম্পায়ার ছিলেন মামুন ও গফুর।

প্রধান অতিথির বক্তব্যে জনাব লিয়াকত আলী বলেন, “কঠোর পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জণ করতে হয়, তাই মন ও শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। খেলাধূলা মানুষের মন ও শরীরকে অনেক দৃঢ় করে। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থ্যতার বিকল্প কিছু নেই। খেলাধূলা আমাদের উভয় জিনিসেরই উন্নতি সাধন করে। শৃঙখলা, ভাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধূলা অনেক বেশি প্রয়োজনীয়। শিশুকাল থেকে খেলাধূলার অভ্যাস একজন মানুষকে সব সময় আনন্দমুখর থাকতে সহায়তা করে। যারা খেলাধূলা করেনা, নিজেদের ঘরের মধ্যে বন্দি রাখে, তারা নানারকম মানসিক সমস্যায় ভোগে। যার মধ্যে অন্যতম হচ্ছে বিষণ্ণতা ও বদমেজাজি। খেলাধুলা মানেই শরীরচর্চা নিয়মিত শরীরচর্চার মাধ্যমেই শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়। পরে ম্যান অব দ্যা ম্যাচ সোনিয়ার হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর