আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: গণহত্যা দিবসে জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলী

চট্টগ্রামে গণহত্যার ৩৬ বছর আজ: শহিদ স্তম্ভে জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধাঞ্জলি


অনলাইন ডেস্কঃ ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে সংগঠিত গণহত্যার ৩৬তম দিবস স্মরণ উপলক্ষ্যে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে সংগটনটির সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুর নেতৃত্বে শহিদদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সাবের আহমদ, নাসির উদ্দিন, মো. রফিক, সরোয়ার আলম, আনোয়ার হোসেন, সমিরুল ইসলাম তুহিন, মো. সেলিম, মো. জাকির প্রমুখ।

আরও পড়ুন ‘একাত্তরের গণহত্যাকে স্মরণ করিয়ে দিতে ‘গণহত্যার শিলালিপি’ বইটি অনন্য’

চট্টগ্রামে গণহত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে স্মরণ সভায় শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু বলেন, ‘শ্রম অধিকার, গণতন্ত্র এবং মানুষের সার্বিক মঙ্গল কামনায় আমরা মাঠে থাকব, নতুন সরকার যতক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে থাকবে তাদের সাথে আছি, রাজপথে, জনপদে; গ্রামীণ বাংলাদেশে। আমরা যারা শ্রমিক লীগ করি আমাদের একমাত্র মন্ত্র শ্রমিক সাম্যের পতাকা যা উড্ডিন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পতাকা ধারন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক সাম্যের অধিকার ও মুক্তির লক্ষ্যে আমরা শ্রমজীবী জনতার অধিকার প্রতিষ্ঠা করবোই।’

প্রসঙ্গত, ১৯৮৮ সালে নগরীর লালদিঘি ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তির মদদদাতারা। মূলত এ ঘটনায় আ. লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর