
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীরের ওপর অতর্কিত হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পশ্চিমচাল নুর মোহাম্মদের স্ত্রী হোসনে আরা বেগম। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (৩০ জুলাই) রাতে নুর মোহাম্মদের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,পশ্চিমচাল নুর মোহাম্মদের স্ত্রী হোসনে আরা বেগম বাড়ি নির্মাণের কাজ করছিল। সে কাজ তদারকি করছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর।গত রবিবার বিকাল ২টা ৪০ মিনিটের সময় পশ্চিমচাল ওমর আলী সওদাগরের দোকান এলাকায় উত্তর বন্দরের মৃত সোবহান বক্স ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের পুত্র মোহাম্মদ আকতার (৩৫), একই এলাকার আফছার খানের পুত্র মোহাম্মদ নুর উদ্দিন প্রকাশ বাল্লা (৩০), পশ্চিমচাল (ইসমত আলী চৌকিদার বাড়ীর) ইসমত আলীর পুত্র মোহাম্মদ নুর (৩৫), চাঁপাতলীর ইসমাইল মেম্বারের বাড়ীর আবদুল ছবুর প্রকাশ মনুর পুত্র মোহাম্মদ রুবেল (৩০), মোহাম্মদ জিসান (২৫),দক্ষিণ বন্দর ছখিনা বাপের বাড়ির মৃত আবদুল মজিদের পুত্র মোহাম্মদ হেলাল (২৮), মৃত মোহাম্মদ নাছির প্রকাশ তেল নাছিরের পুত্র নেওয়াজ নাছির (২৫)সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন আসামি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে দেশীয় অস্ত্র নিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন এবং কাজ তদারকিতে নিয়োজিত তত্ত্বাবধায়ক মোঃ আলমগীর (৩৫) ওপর অতর্কিত হামলার চালিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়দের সহযোগিতার উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আলমগীর বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় মৃত আবদুল আউয়ালের পুত্র এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল আহমেদ বলেন,যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৈরাগ ইউনিয়নে উত্তর বন্দর এলাকা থেকে মো.নুর উদ্দিন প্রকাশ বাল্লা (৩০) ও ইসমত আলীর পুত্র মোহাম্মদ নুর (৩৫)কে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
