আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে জেল হত্যা দিবস পালন


নিজস্ব প্রতিবেদক

জেল হত্যা দিবস উপলক্ষ্যে ৪ নভেম্বর শনিবার বিকেল ৩ টায় দক্ষিণ হালিশহরস্হ “রেইন বো কমিউনিটি সেন্টারে “শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট কলামিস্ট লেখক মনসুর নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা, ইপিজেড খানা আওয়ামীলীগ এর সিনিয়র সভাপতি আবু তাহের, উপদেষ্টা ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হক মুনিরী, উপদেষ্টা ইন্জিনিয়ার মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, এস এম নাসির, মোঃ আলী, আবু তালেব, উত্তম শাল, আজাদ হোসেন রাসেল । সভায় ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর গভীর রাতে চার জাতীয় নেতার নির্মম হত্যাকান্ডের ঘটনা তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার মাধ্যমে জাতীয় চার নেতা হত্যাকারী ও তাদের কুশীলবদের প্রত্যাখ্যান করে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর