
ওসমান হোসাইন, কর্ণফুলীঃ উপজেলার ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি বেসরকারি ৪০টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১আগষ্ট) বেলা ১১টায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে উপজেলা চত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওতাধীন মসজিদের পুকুর, সরকারি খাস জলাশয়, আশ্রয়ন কেন্দ্র ও মৎস্যজীবীদের মাঝে প্রায় ১৯০ কেজি (১৮৯ দশমিক ১৮) মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়। পোনার মধ্যে ছিলো কাতলা, রুই, মৃগেল, কালিগনি।
এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সহকারি কমিশনার(ভৃমি) পিষুষ কুমার চৌধুরী, মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে প্রমুখ।
