আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: কর্ণফুলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

কর্ণফুলীতে শ্রেষ্ঠ শিক্ষক মো. আবু তালেব চৌধুরী


ওসমান হোসাইন, কর্ণফুলীঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (২১ আগষ্ট) উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক চরলক্ষ‍্যা ইউনিয়ন উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তালেব চৌধুরীকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আলমগীর।
এছাড়া বিভিন্ন শ্রেণিতে মোট ৩৬ জনকে পুরস্কারের জন্য নির্বাচিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি ফারুক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিদ‍্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর