আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে কমছে না ডেঙ্গুর প্রকোপ, শিশু রোগীর সংখ্যা বেশি


চাটগাঁর সংবাদ ডেস্ক: দেশে ডেঙ্গুতে এ বছরের সর্বোচ্চ ১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। চট্টগ্রামেও মশাবাহিত এ রোগে মৃত্যুতে যেমন রেকর্ড হয়েছে তেমনি আক্রান্তেও। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২১ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার (১৯ জুলাই) ১১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এ জেলায়। এ বছর এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা এটি।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৬৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ২০ জন। মঙ্গলবার (১৭ জুলাই) পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২৪৩ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। এর মধ্যে শুধু আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন। ভর্তি হওয়াদের ৪১টিই শিশু।

এ প্রসঙ্গে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মো. নুরুল হক বলেন, ‘দিন দিন হাসপাতালে রোগী বেড়েই চলেছে। এর মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি।’

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের যেসব হাসপাতালে ডেঙ্গু কর্ণার রয়েছে সেগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এজন্য হাসপাতালে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে শিশুদের চিকিৎসা চলছে।

এদিকে সরকারি হিসাবের বাইরেও ডেঙ্গু রোগী রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ‘জেলার অনেকগুলো রোগ নির্ণয়কেন্দ্র ও হাসপাতাল থেকে নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে না। এ কারণে রোগটিতে আক্রান্তের সঠিক সংখ্যা জানানো সম্ভব হচ্ছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর