আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন সাকিব


স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড দাপুট ক্রিকেট খেলছিল। বিনা উইকেটে তারা ১১৫ রান তোলে। অবশেষে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ১৮তম ওভারে তিনি বোল্ড করেন জনি বেয়ারস্টোকে। এই ওপেনার ৫৯ বলে ৮টি চারে ৫২ রান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে ইংল্যান্ড। ডেভিড মালান হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন।

মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এ ম্যাচে দুদলেরই একটি করে পরিবর্ত এসেছে। বাংলাদেশ দলে মাহমদুউল্লাহ রিয়াদের পরিবর্তে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে। অন্যদিকে ইংলিশ একাদশে মঈন আলী পরিবর্তে পেসার রিস টপলিকে নেওয়া হয়েছে। এর আগে চলমান বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে। তবে ইংল্যান্ড আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর