Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

রাঙামাটিতে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা পুলিশ বিভাগ। আজ রবিবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় শহরের রিজার্ভ বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না বেগম প্রমুখ।

এছাড়া রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য আজ দুপুরে খাবারের ব্যবস্থাও করা হয়।

উল্লেখ্য, গতকাল ১৯ নভেম্বর দুপুরের দিকে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় অগ্নিদুর্ঘটনায় ১৬টি বসতঘর পুড়ে যায় এবং ১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র: বাসস


Related posts

চন্দনাইশের দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ইউছুফের মৃত্যু

Chatgarsangbad.net

বৃহস্পতিবার মির্জাখীল দরবারের অনুসারীদের প্রথম রোজা

Chatgarsangbad.net

চন্দনাইশে দূর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ

Saddam Hossain

Leave a Comment