আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রাঙামাটিতে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙামাটি জেলা পুলিশ বিভাগ। আজ রবিবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় শহরের রিজার্ভ বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না বেগম প্রমুখ।

এছাড়া রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য আজ দুপুরে খাবারের ব্যবস্থাও করা হয়।

উল্লেখ্য, গতকাল ১৯ নভেম্বর দুপুরের দিকে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় অগ্নিদুর্ঘটনায় ১৬টি বসতঘর পুড়ে যায় এবং ১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর