আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোলতান-মাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সোলতান-মাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নে উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোলতান-মাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন উপাধ্যক্ষ ও নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা মোঃ সোলাইমান ফারুকী, ওয়ারিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মেজবাহ উদ্দিন বাহার, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, দপ্তর সম্পাদক আমিন উল্লাহ টিপু।

উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ মাহাবুবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠক ও শিক্ষক নাঈম উদ্দিন, ব্যবসায়ী এমরান হোসেন, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে রত্না দাশ, পম্পি রানী চৌধুরী, পান্না দাশ গুপ্তা, নাছিমা আকতার, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস জান্নাত, পান্জু দে, সোনিয়া ফারজানা, প্রবাল মিত্র সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সোলতান-মাবিয়া ফাউন্ডেশনের মতো সমাজের সকল বিত্তবানরা যদি এগিয়ে আসতো তাহলে শিক্ষার্থী ঝরে পড়া রোধ হতো। আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরই আগামীদিনের ভবিষ্যৎ। এদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারলে সমাজে কলহ, বিরোধ, মারামারি, হানাহানি থাকবে না। অনুষ্ঠানের সকল বক্তারা সোলতান-মাবিয়া ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর