আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ডায়াবেটিক মেলা চট্টগ্রামে ১ মার্চ পর্যন্ত


অনলাইন ডেস্কঃ ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের ডায়াবেটিক জেনারেল হাসপাতালে তিন দিনব্যাপী ডায়াবেটিস মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ মেলা চলবে ১ মার্চ পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় দর্শনার্থীরা ডায়াবেটিস প্রতিরোধের উপায়, ডায়াবেটিসের জটিলতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবার ও ব্যায়ামের ভূমিকা জানতে পারবেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতা থাকবে মেলায়। পাশাপাশি ডায়াবেটিক বিষয়ক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিকস চিকিৎসার নানা যন্ত্রাংশ পাওয়া যাবে সেখানে।

আরও পড়ুন ডায়াবেটিস প্রসঙ্গে প্রচলিত কিছু ভুল ধারনা

মেলার শেষ দিন ১ মার্চ চিত্রাংকন প্রতিযোগিতা, সচেতনমূলক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু প্রধান অতিথি থাকবেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর