চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সৌজন্য সাক্ষাৎ


আহসান উদ্দিন পারভেজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

রবিবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় পৌর মেয়র জোবায়েরের নিজের লিখা বই প্রধানমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিয়ে স্মরণীয় করে রাখেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, আমরা এই মাহে রমজানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে বদলে যাওয়া বাংলাদেশের রূপকার বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছি। এসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য বলেছেন।


Related posts

কিশোরীদের আত্মরক্ষায় ওডেবের কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

Chatgarsangbad.net

চন্দনাইশে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন

Chatgarsangbad.net

চসিকের অনুমতি ছাড়া রাস্তা কাটায় ওয়াসার কাজ বন্ধ করলেন কাউন্সিলর শহিদ

Chatgarsangbad.net

Leave a Comment