বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া নতুন কার্পেটিং করা রাস্তা কাটায় চট্টগ্রাম ওয়াসার কাজ বন্ধ করে দিয়েছেন ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। ওয়ার্ডের ডিসি রোডের সংযোগস্থল চন্দনপুরা ইউসুফ আলী মসজিদের সংলগ্ন সোবাহান প্যারাডাইজ এলাকায় গতকাল সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঘটনা ঘটে। গেলো সপ্তাহে সিটি কর্পোরেশন পরিচালিত চন্দনপুরা গুল-এজার বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে শুরু হওয়া সড়কের ভাঙাচোরা অংশ ডিসি রোড মিয়ার বাপের মসজিদ হয়ে দেওয়ান বাজার পর্যন্ত মেরামত করে কর্পোরেশনের প্রকৌশল বিভাগ। ইতিপূর্বে এই সড়কটি চট্টগ্রাম ওয়াসা সংযোগ লাইনের কাজের জন্য একাধিকবার কাটাকাটি করে। যে কারণে প্রায় ১বছর যাবত সড়কটির মেরামত কাজ সম্পূর্ণ শেষ করতে পারছিলনা কর্পোরেশন। বর্ষা আসন্ন দেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে সড়কটি মেরামতপূর্বক নতুনভাবে কার্পেটিং করার ব্যবস্থা নিতে অনুরোধ করেন কাউন্সিলর শহিদ। অনুরোধে সাড়া দিয়ে জনদুর্ভোগ লাঘবে মেয়র গত সপ্তাহে সড়কের এই অংশ মেরামত ও কার্পেটিং করার ব্যবস্থা নেন। এতে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দুর্ভোগের লাঘব হয় ও জনজীবনে স্বস্থি ফিরে আসে। কিন্তু চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের গতকাল সোমবারের সন্ধ্যায় ঘটে যাওয়া দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলমকে অবহিত করেন।
তিনি খবর পেয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ওয়াসার লোকজনের কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে রাস্তা কাটার অনুমতি নেয়া হয়েছে কিনা দেখতে চান। ওয়াসা কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিয়ে যতটুকু সড়ক কাটা হয়েছে তা ভরাট করে দেয়ার ব্যবস্থা নেন। এসময় কাউন্সিলর শহিদ বলেন, বর্ষার পূর্বে কর্পোরেশনের কোন অনুমতি ছাড়া যদি ইচ্ছামাফিক সড়কে খোঁড়াখুঁড়ি ও কাটকাটি করে তাহলে ঝুঁকি ও জনদুর্ভোগ বাড়বে। তিনি ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,তাঁরা কোন ধরনের সমন্বয় না যখন তখন সড়কে কাটাকাটি করে। শহিদ বর্ষার পূর্বে কোন সংস্থাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যাতে রাস্তা কাটার অনুমতি না দেয় তা মেয়রকে নজরদারিতে রাখার অনুরোধ জানান।
Leave a Reply