সৈয়দ শিবলী ছাদেক কফিল:
১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে ২এপ্রিল রোববার চন্দনাইশ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে পালিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র ্যালি, সহায়ক উপকরণ ও ইফতার সামগ্রী বিতরণ ইত্যাদি। উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা “ডিআরআরএ” র জেলা সমন্বয়ক অসিত দেবনাথ। আলোচনায় অংশ নেন উপজেলা মৎস্য অফিসার হাসান আহসানুল কবির, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সঞ্চিতা বড়ুয়া, প্রতিবন্ধী ব্যক্তি মো. সোহেল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবেশন অফিসার মো. শফিউল আজিম। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডিআরআরএ ও চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটির কর্মসূচি বাস্তবায়ন সহযোগী ছিল বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা “ডিআরআরএ”।
অনুষ্ঠানমালায় ২০ জন প্রতিবন্ধীকে ইফতার সামগ্রী ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন”।
Leave a Reply