
অনলাইন ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সমর্থকরা।

আরও পড়ুন বন্যা দুর্গতদের মাঝে এমপি নদভী’র নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইদ্রিস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চোধুরী, জসীম উদ্দিন, আনম সেলিম চৌধুরী, এরফানুল করিম চৌধুরী, রফিক আহমদ চৌধুরী , নজরুল ইসলাম মানিক, লিয়াকত চেয়ারম্যান প্রমুখ।
প্রসঙ্গত, ড. নদভী ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ আসনে তিনি এবারসহ পরপর তিনবার আ. লীগের মনোনীত প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
