আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন ড. আবু রেজা নদভী এমপি

বন্যা দুর্গতদের মাঝে এমপি নদভী’র নগদ অর্থ ও ত্রাণ বিতরণ


সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়া-লোহাগাড়ার বানভাসি মানুষদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি ১০ আগস্ট সকাল ১০টায় সেনাবাহিনীর স্পিড বোটে করে সেনাসদস্যদের সাথে নিয়ে সাতকানিয়া উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত খরস্রোতা সাঙ্গু নদীর কূলঘেঁষা চরতি ইউনিয়নের দ্বীপ চরতিসহ, চরতি ইউনিয়নের ভাঙ্গনকবলিত স্থান পরিদর্শন করেন। পাশাপাশি তিনি তুলাতুলি বণিক পাড়া, ৩নং ওয়ার্ড মাস্টার হাট, ২নং ওয়ার্ড নতুন পাড়া, ৪নং ওয়ার্ড সেনাচরে ত্রাণ বিতরণ করেন। সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়ন থেকে শুরু হওয়া দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম চলে বিভিন্ন ইউনিয়নের গ্রাম-মহল্লায়। ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সহধর্মিণী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী জানান, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সাতকানিয়া পৌরসভাসহ সাতকানিয়ার ১১ ইউনিয়নে, লোহাগাড়ার ৯ ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দাতা সংস্থা ও ধণাঢ্য ব্যক্তিদের আর্থিক সহায়তা পৌঁছামাত্র সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানেও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে খাবার এবং নগদ অর্থ সাহায্য দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট, ব্রিজ- কালভার্ট মেরামতসহ কৃষকদের বীজ ধান ও গৃহহীনদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ত্রাণ বিতরণকালে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, সাতকানিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী পারভেজ সরওয়ারসহ সাতকানিয়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর