আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গীতিকার ফারুক হাসানের মৃত্যুতে শোক প্রকাশ


  • এস এম সরওয়ার

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা নজির আহমদ লেইনের হাজী ইকবালের প্রথম পুত্র বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি কথন সম্পাদক, শিশু সাহিত্যিক, ফেয়ার টাচ মিডিয়ার স্বত্বাধিকারী ফারুক হাসান বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৩.৩০ মিনিটে ব্রেইন স্টোক করে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহষ্পতিবার বাদে জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং বিকেলে তার গ্রামের বাড়ি পটিয়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গীতিকার ফারুক হাসানের মৃত্যুতে গীতিকবি সংসদের উপদেষ্ঠা ডা: গোলাম মোস্তফা, সৈয়দ মহিউদ্দীন, প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকন, সাধারণ সম্পাদক এস. আনিস আহমদ বাচ্চু, ডা. খোদেজা খুরশিদ অপরাজিতা, আবছার উদ্দিন অলি, মোহাম্মদ ওবায়দুল্লাহ, এয়াকুব সৈয়দ, চট্টগ্রাম মঞ্চশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপু, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর সভাপতি সৈয়দ আব্দুর রহিম, আবু তাহের তালুকদার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউনোস্ক ক্লাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো: মনির উদ্দিন, নজরুল একাডেমি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শিল্পী ফাহমিদা রহমান,কবি আরিফ চৌধুরী,  ইমরান সোহেল, এড. মোস্তফা আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিল্পী আলমগীর আলাউদ্দিন,ফজলুল কবির চৌধুরী, ফরিদ বঙ্গবাসী, শেখ নজরুল ইসলাম মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর