নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম কর কমিশনার কার্যালয়


অনলাইন ডেস্কঃ একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম কর কমিশনারের কার্যালয় (অঞ্চল-১)। এই প্রতিষ্ঠানে আট ক্যাটাগরিতে ১১ থেকে ২০তম গ্রেডে ৩৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।

বয়সসীমা
৩১ মার্চ ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আরও পড়ুন অর্থ মন্ত্রণালয়ে চাকরি

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে http://ctax1.teletalk.com.bd/ ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে http://ctax1.teletalk.com.bd/docs/CTAX1_circular.pdf জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৫ টাকাসহ মোট ৩৩৫ টাকা; ২ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

তথ্যসূত্র: প্রথাম আলো


Related posts

রাতের অন্ধকারে চন্দনাইশের এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমার অভিযান, পাহাড়ের মাটিভর্তি ২টি ডাম্পার ট্রাক জব্দ

Chatgarsangbad.net

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

Mohammad Mustafa Kamal Nejami

ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে আলোচনা সভা

Chatgarsangbad.net

Leave a Comment