চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা


যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কর্ণফুলী উপজেলার দিদারুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং বোয়ালখালী উপজেলার জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।

জানা যায়, ঘোষিত কমিটির সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী সর্বশেষ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর বোয়ালখালী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য হতে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির শূন্য পদগুলো আগামী ৬০ কর্মদিবসের মাধ্যমে পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।


Related posts

পতেঙ্গায় পূজা মণ্ডপে সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের উপহার বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির শ্রদ্ধা নিবেদন

Chatgarsangbad.net

চন্দনাইশে মোবাইল কোর্টে সাতাশ হাজার টাকা জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment