আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু আজ, ভারী বর্ষণে দুর্ভোগ


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার (২৭ আগস্ট)। কিন্তু গতরাত থেকে থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য শিক্ষার্থী ও তাদের অভিবাবক।

ভারী বর্ষণে ফের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) এক ঘণ্টা পেছানো হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মন্ত্রী মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে পরীক্ষা এক ঘণ্টা পেছানো হয়েছে। কারণ শিক্ষার্থীরা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যথাসময়ে উপস্থিত হতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘পরীক্ষা এক ঘণ্টা পেছানোর আওতায় মহানগরীর ২৭টি কেন্দ্র ও আশেপাশের ২ থেকে ৩টি কেন্দ্র রয়েছে। তবে যেসব কেন্দ্রে এর মধ্যে শতভাগ পরীক্ষার্থী উপস্থিত হবে সেসব কেন্দ্রে পরীক্ষা শুরু করে দেয়া হবে।’

গত ১৭ আগস্ট থেকে সারা দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডে পরীক্ষা পেছানো হয়। পেছানো তিন বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরুর কথা জানানো হয়।

কিন্তু এর মধ্যে শনিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরী। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও।

তথ্যসূত্র: দৈনিক ঈশান


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর