চট্টগ্রামের বইমেলা এবার সিআরবিতে


৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সালে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার দাবিতে ছাত্ররা আন্দোলন করলে, আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। সেদিনই বাংলার অনেক দামাল ছেলে, মেধাবী ছাত্র শহীদ হয়। নিজের মাতৃভাষার অধিকারের জন্য লড়তে হয়েছে এবং লড়তে গিয়ে পাকিস্তানি হায়নাদের গুলিতে পৃথিবীতে সেদিনই প্রথম কোনো জাতিকে প্রাণ দিতে হয়েছিল নিজের মাতৃভাষার জন্য।

২১ ফেব্রুয়ারীকে উপলক্ষ্য হিসাবে নিয়ে প্রতিবছর চট্টগ্রাম এবং ঢাকায় বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত হয় একুশে বইমেলার। বই পাঠের মধ্য দিয়ে একটি জাতির বুদ্ধিবৃত্তিক সমৃদ্ধি এবং সুস্থ ইতিহাসের পথ ধরে চলার একটা পথ খোঁজে পায় প্রজন্ম থেকে প্রজন্ম। তাই বই মেলা মানেই সাহিত্যের মাধ্যমে জাতির সেই সমৃদ্ধিকে প্রতি বছর নতুন নতুন বইয়ের মাধ্যমে নবায়ন করা। ঢাকায় বই মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারীর এক তারিখ থেকে। চট্টগ্রামে অন্য বছরগুলোতে জিয়া যাদুঘর সংলগ্ন এম আজিজ স্টেডিয়ামে বই মেলা অনুষ্ঠিত হলেও এবারের বইমেলা আয়োজিত হবে সিআরবিতে। সম্মানিত পাঠক এবং লেখক বই মেলাকে কেন্দ্র করে এবারেও আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আসছে অমর একুশে বইমেলায় ঘাসফুল প্রকাশনী থেকে।
নাম : স্বয়ং
লেখক : জান্নাতুল আদন
প্রকাশক : ঘাসফুল প্রকাশনী
প্রচ্ছদ : হোসাইন মোবারক
স্টল নাম্বার:১৪৭-১৪৮ ঢাকা।


Related posts

ডিজিটাল লটারির কারণে ভর্তিতে তদবির বাণিজ্য বন্ধ: শিক্ষামন্ত্রী

Chatgarsangbad.net

কর্মবিরতি প্রত্যাহার করে চট্টগ্রাম আদালতে ফিরেছে পুলিশ

Chatgarsangbad.net

মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ আয়োজনে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট

Chatgarsangbad.net

Leave a Comment