আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে শাহ আমানত বিমান বন্দরে বিদায় জানাচ্ছেন কাউন্সিলর ও কর্মকর্তাগণ

জাপান যাচ্ছেন চসিক মেয়র, ভারপ্রাপ্ত গিয়াস


অনলাইন ডেস্কঃ জাপান সফরে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ কারণে রবিবার (২১ এপ্রিল) বিকালে অভ্যন্তরীন একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা হয়েছেন তিনি। এরপর ঢাকা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন মেয়র।

জাপানে অনুষ্ঠিত বাংলাদেশের বিভিন্ন শিল্পের ব্যবস্থাপনা শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন তিনি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। সফর শেষে আগামী ২ মে (বৃহস্পতিবার) দেশে ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুন ফুটপাত-সড়ক দখলকারী ও যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে অভিযানে নামছে চসিক

সফরে বেরুনোর সময় মেয়রকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ, আহম্মদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইসমাইল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহীন উল ইসলাম চৌধুরী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, তৌহিদুল ইসলাম, সমাজসেবক সাইফুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর