আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বক্সার সুর কৃষ্ণ ও ক্রিকেটার লেকি চাকমার সংবর্ধনা


অনলাইন ডেস্কঃ জেলার দুই কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমা ও ক্রিকেটার লেকি চাকমাকে আজ সম্মাননা প্রদান করা হয়েছে।
এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট-২০২৩ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমা ও আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পার্বত্য চট্টগ্রাম থেকে অংশ নেয়া কৃতি ক্রিকেটার লেকি চাকমাকে জেলা ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়।

জেলার সাবেক ক্রীড়াবিদ ও রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমার সভাপতিত্বে ও বেতারের প্রতিনিধি মো. কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা জাহান, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা ভুবনজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাছির উদ্দিন সোহেল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান প্রমুখ।
সংবর্ধনা সভায় অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা সংবর্ধিত হওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ক্রীড়ার মাধ্যমে ভবিষ্যতেও তারা দেশের সুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর বলেন, রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা আমাদের দেশের জন্য গর্ব। তারা ক্রীড়াক্ষেত্রে সুনাম বয়ে এনে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জল করেছে।

তিনি বলেন, সুর কৃষ্ণ ও লেকি চাকমা ছাড়াও পাহাড়ে অনেক কৃতি ক্রীড়াবিদের জন্ম হয়েছে, তারা সকলেই ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম ধরে রেখেছে।
সভা শেষে জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর