আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিএনপির ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচিতে জনমনে শঙ্কা


অনলাইন ডেস্কঃ ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি আজ ৬ জানুয়ারি (শনিবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এ কর্মসূচিতে সমর্থন রয়েছে সরকার বিরোধী সমমনা দলগুলোরও।

এ কারণে আজ সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গণপরিবহন ব্যবহারে শঙ্কাবোধ করছেন নগরবাসীরা। গতকাল রাজধানীতে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসন্ত্রাসীদের দুবৃত্তায়নের কারণে নির্বাচনের আগের দিন সহিংসতার আশঙ্কায় জনমনে এ ভীতির সঞ্চার হয়েছে।

আরও পড়ুন ভোটের দিনসহ ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি বিএনপির

এ প্রসঙ্গে আলাপকালে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবি শেখ নাসিরুদ্দিন তন্ময় চাটগাঁর সংবাদকে বলেন, সকালে বায়েজিদ এলাকার টেকনিক্যাল মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলাম। আজ অন্যদিনের তুলনায় অনেকটা ফাঁকা। অনেকে সহিংসতা, নাশকতার আশঙ্কা করছেন। তাই রাস্তাঘাট ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর