বেতাগী আনজুমানে রহমানিয়া কাউন্সিলে সভাপতি জামাল সা. সম্পাদক রেজাউল


অনলাইন ডেস্কঃ বেতাগী আনজুমানে রহমানিয়া চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক কাউন্সিলে গাজী জামাল উদ্দিন সভাপতি ও এডভোকেট রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ মার্চ) রৌফাবাদস্থ খানকাহ শরিফে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় সভাপতি দরবারে বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
এতে মুখ্য আলোচক ছিলেন রাজনীতিবিদ-শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব সংগঠক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।

সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মুহাম্মদ নুরুল আজিম শামিম। সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলম শাহ। মুহাম্মদ শরিফুল ইসলাম রুবেলকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট মহানগর বেতাগী আনজুমানে রহমানিয়ার কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন ছিপাতলী দরবারের বার্ষিক ওরশ মাহফিল ৩১ মার্চ

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আশরফ শাহ বলেন, ‘মহান স্রষ্টা আল্লাহ পাকের ইবাদত এবং মানুষের সেবার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়। আল্লাহ পাকের সন্তুষ্টি চাইলে জনকল্যাণে নিবেদিত হতে হবে।’

এছাড়া শরিয়ত তরিকতের বিশুদ্ধ অনুশীলনের মাধ্যমে নৈতিকভাবে পরিশুদ্ধি অর্জন করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মুহাম্মদ নুুরুল আজিম শামিম, মুহাম্মদ আলম শাহ, মুহাম্মদ শরিফুল ইসলাম রুবেল, মুহাম্মদ মফিজুল ইসলাম সিকদার, মুহাম্মদ নুরুল আবছার আলমগীর, শাহাজাদা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আজম, মুহাম্মদ হারুন পাশা, মুহাম্মদ আবুল কালাম, তসলিম উদ্দিন মুহাম্মদ আনিছ, মুহাম্মদ গাজী কুতুব উদ্দিন, মুহাম্মদ ইলিয়াস সারাং, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ নুর উন নাঈম রিমন, মুহাম্মদ আব্দুল ওয়াহাব শাহিন, মুহাম্মদ ইকবাল, গাজী মুহাম্মদ আশরাফ আলী, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আল সামির, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ আমির খসরু, মুহাম্মদ আলী আক্কাস নুরী, মুহাম্মদ দেলোয়ার হোসেন সোয়েব প্রমুখ।


Related posts

গণপরিবহন ও পাবলিক স্পেসে হয়রানি প্রতিরোধে ব্র্যাক ‘শিখা প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

Mohammad Mustafa Kamal Nejami

ভাইরাস জ্বর ভেবে অবহেলা নয়

Chatgarsangbad.net

প্রবাসী আয়ে রেকর্ড

Chatgarsangbad.net

Leave a Comment