আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী

ছিপাতলী দরবারের বার্ষিক ওরশ মাহফিল ৩১ মার্চ


অনলাইন ডেস্কঃ পীরে কামেল গাউছে যমান আল্লামা মোহাম্মদ আজিজুল হক আলকাদেরীর (রহ.) ৫ম বার্ষিক ওরছ শরীফ ও ছিপাতলী জামেয়া গাউসিয়া মুুঈনীয়া কামিল মাদ্রাসার ৫১ তম সালানা জলসা আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদ্রাসার হযরত ইমাম শাহ আহমদ রেজা (রহ,) অডিটরিয়ামে সম্প্রতি ওরশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান দরবারে কাদেরিয়া চিশতীয়া আজিজিয়ার সাজ্জাদানশিন ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদউদ্দীন আলকাদেরী (ম.জি.আ.)।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পীরে কামেল উস্তাযুল উলামা আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ) দ্বীনি শিক্ষা বিস্তারে এবং তরিকতের খেদমতে অসামান্য অবদান রাখেন। তার ক্ষুরধার লেখনীতে দ্বীন ইসলামের তাত্ত্বিক বিষয়গুলো উঠে এসেছে। তিনি শতাধিক মৌলিক ঈমান আক্বিদা বিষয়ক গ্রন্থ রচনা করে স্মরণীয় হয়ে আছেন।

আরও পড়ুন সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে প্রথম রোজা সোমবার

মাওলানা মোহাম্মদ মহিউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যাক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মৌলভী মুহাম্মদ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হারুন উর রশীদ, অধ্যক্ষ আল্লামা আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতী, মোহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ ইজহারুল ইসলাম ইমন, মুফতী মুহাম্মদ আবদুচ ছমদ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ রিয়াজ উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবদুন নবী, মাওলানা খাজা আহম্মদ, মাওলানা মুহাম্মদ শফিউল আজম, আলহাজ্ব মোহাম্মদ শাহাবুদ্দিন সেলিম,
অধ্যাপক মাহফুজুল হক, আলহাজ্ব মোহাম্মদ ইয়াসিন দুলাল, মোহাম্মদ  এমরান বাবুল, মাওলানা মুহাম্মদ বেলাল, মাওলানা মুহাম্মদ শরফুদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আলি আজগর, মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ, শাহজাদা গোলাম কাদের, হাফেজ মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিকদার প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর