চান্দগাঁও এলাকায় চোলাই মদসহ আটক ৩


অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে ২০১৭ লিটার দেশীয় তৈরীর চোলাই মদসহ সিংকল চাকমা (২৮), লক্ষীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪) ও উজ্জল মনি চাকমা (৩৮)কে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থানা সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার ময়দার মিলস্থ টাওয়ার বিল্ডিং থেকে তাদের আটক করা হয়। ২০১৭ লিটার দেশীয় তৈরীর চোলাই মদ উদ্ধারের পাশাপাশি মদ তৈরির সরঞ্জামদিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সিংকল চাকমা খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন হেডম্যান পাড়ার কবাখালী এলাকার মনিকা বাপের বাড়ীর কালেন জয় চাকমার ছেলে, লক্ষীধন তঞ্চঙ্গ্যাঁ রাঙ্গামাটি জেলার জুরাছড়ি থানাধীন মগাছড়ি এলাকার মোনপাড়ার মতি লালদের বাড়ির মতিলাল তঞ্চঙ্গ্যাঁর ছেলে ও উজ্জল মনি চাকমা খাগছড়ি জেলার দীঘিনালা থানাধীন দক্ষিণ নুনছড়ি সুরসেন মেম্বার পাড়ার যুধিষ্ঠির বাড়ির মৃত যুধিষ্ঠির চাকমার ছেলে।

চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ২৪ (গ)/২৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। আরও মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।


Related posts

শয়তানের নিশ্বাসের ছোঁয়ায় টাকা খোয়ালেন এক ব্যক্তি

Mohammad Mustafa Kamal Nejami

পাকা আম চেনার উপায় জেনে নিন

Chatgarsangbad.net

ঢাকা যাচ্ছেন চট্টগ্রাম আওয়ামী লীগের ৫ হাজার নেতাকর্মী

Chatgarsangbad.net

Leave a Comment