আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সমাপ্ত হলো অমর একুশে গ্রন্থমেলা


অনলাইন ডেস্কঃ বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ। এবারের মেলা উপলক্ষ্যে প্রকাশিত নতুন বই এসেছে ২১৯টি। এরমধ্যে ৯০টি কবিতার বই, ৩৫টি গল্পের বই, ২৫টি উপন্যাস, ৫টি ছড়ার বই, ৪টি ইতিহাসের এবং অন্যান্য বিষয়ের ৮টি বই।

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করে বাংলা একাডেমি।

আরও পড়ুন বঙ্গবন্ধুই কবিগুরুর সেই মহামানব: বইমেলার রবীন্দ্র উৎসবে ড. অনুপম

১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই ৩২টি বই ছিলো চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ (বর্তমান মুক্তধারা প্রকাশনী) থেকে প্রকাশিত বাংলাদেশী শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে গিয়েছিলেন। এরপর ১৯৭৮ সালে বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমীকে এই মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন।

এদিকে শুক্রবার (১ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর