Hom Sliderবাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও শীতবস্ত্র বিতরণ


ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েল ফেয়ার ট্রাস্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষার্থী। আজ বুধবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতি থেকে এসব তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গিমাডাঙ্গা বিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ২শ শিক্ষার্থীকে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাইফুল আলম। সভাপতিত্ব করেন শিক্ষক মনিমোহন বিশ্বাস। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, নুরুল আলম ভুট্টু, আবদুস ছাত্তার মজুমদার, সুনীল কুমার মন্ডল প্রমুখ।

আলোচনায় প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল আলম বলেন, জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তুলতে হবে। তিনি দেশ গড়ার ব্রত নিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানান।

(প্রেস বিজ্ঞপ্তি)


Related posts

সাকিব-শান্তর জুটিতে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ

Chatgarsangbad.net

শুভ্র হত্যা মামলা: ৭ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

Chatgarsangbad.net

সাতকানিয়ার ডাক্তার মোজাহেরুল হকের প্রতিষ্ঠিত মসজিদে তালা দিয়েছেন সভাপতি

Md Maruf

Leave a Comment