২-০ ব্যবধানে ভারতের কাছে টেস্ট সিরিজ হারলো বাংলাদেশ


মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজের ট্রফি জিতে নিল অতিথিরা। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেট, আর ভারতকে করতে হতো ১০০ রান।

সকালে মেহেদী হাসান মিরাজের দুরন্ত বোলিং আশা জাগায়। এ সময় ভারতের ৩ উইকেট তুলে নেয় স্বাগতিক বোলাররা। যদিও শেষ রক্ষা হয়নি। রবিচন্দ্র অশ্বিন আর শ্রেয়াস আইয়ারের লড়াকু ব্যাটিং ভারতকে এনে দেয় ৩ উইকেটের জয়।

ভারতের দুই ব্যাটার অশ্বিন ও আইয়ার যথাক্রমে ৪২ ও ২৯ রান করেন। অষ্টম উইকেটে ১০৫ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে জেতান তারা। ভারতের বিপক্ষে এ নিয়ে ১৩ টেস্ট খেলে জয়হীন থাকল বাংলাদেশ।

তথ্যসূত্র: বণিক বার্তা

 


Related posts

মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক মোদীর! শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনা

Chatgarsangbad.net

দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, মেগা মার্টকে লাখ টাকা জরিমানা

Chatgarsangbad.net

কমছে এলপিজির দাম

Chatgarsangbad.net

Leave a Comment