মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের কাছে ৩ উইকেটে হারল বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজের ট্রফি জিতে নিল অতিথিরা। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেট, আর ভারতকে করতে হতো ১০০ রান।
সকালে মেহেদী হাসান মিরাজের দুরন্ত বোলিং আশা জাগায়। এ সময় ভারতের ৩ উইকেট তুলে নেয় স্বাগতিক বোলাররা। যদিও শেষ রক্ষা হয়নি। রবিচন্দ্র অশ্বিন আর শ্রেয়াস আইয়ারের লড়াকু ব্যাটিং ভারতকে এনে দেয় ৩ উইকেটের জয়।
ভারতের দুই ব্যাটার অশ্বিন ও আইয়ার যথাক্রমে ৪২ ও ২৯ রান করেন। অষ্টম উইকেটে ১০৫ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারতকে জেতান তারা। ভারতের বিপক্ষে এ নিয়ে ১৩ টেস্ট খেলে জয়হীন থাকল বাংলাদেশ।
তথ্যসূত্র: বণিক বার্তা