Hom Sliderবাংলাদেশ

১৬ খাতে বাণিজ্য সমঝোতা সই করলো বাংলাদেশ ও সিঙ্গাপুর


১৬টি খাতে মেমোরেন্ডাম অব কোঅপারেশন (এমওসি) সমঝোতা সই করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। আজ বুধবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এতে প্রাথমিকভাবে ১৬টি খাত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে আলোচনা পরিচালনার কৌশল গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতা দুই দেশের মধ্যে আরো বেশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রাথমিকভাবে গুরুত্ব পাওয়া ১৬টি খাতের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা, হালকা প্রকৌশল চামড়া ও চামড়া জাত পণ্য, দক্ষতা উন্নয়ন, ট্রান্সপোর্ট, লজিস্টিক, ডিজিটাল অর্থনীতি এবং শিক্ষা সেবা।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

আনোয়ারায় টানেল মোড়ে বাসচাপায় চালক নিহত

Saddam Hossain

ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পর সাঙ্গু নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

Chatgarsangbad.net

চন্দনাইশে ১২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

Chatgarsangbad.net

Leave a Comment