আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এসবি’র আধুনিক লাইব্রেরি ও অ্যাপ উদ্বোধন


বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা ও প্রধান গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য আধুনিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। একইসাথে জনগণকে নির্বিগ্নে সেবাপ্রদানের জন্য চালু করা হয়েছে সংস্থাটির ‘হ্যালো এসবি অ্যাপ’। আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে এসবি’র মাল্টিপারপাস হলে নতুন অ্যাপ ও লাইব্রেরীর উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

উদ্বোধনকালে সংস্থাটির সদস্যদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর সহযোগীতায় বাংলাদেশ পুলিশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। পুলিশের সক্ষমতা বেড়েছে, পেশাদারিত্ব বেড়েছে। বর্তমানে এসবি অনেক ভালো কাজ করছে। এ জন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না। দেশের জন্য আরও ভালো কাজ করতে হবে, আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে।

প্রযুক্তির উৎকর্ষ সাধন ও বিকাশের সঙ্গে সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল সোর্সের ব্যবহার বাড়ছে উল্লেখ করে আইজিপি আরো বলেন, জনগণের সেবাপ্রাপ্তি সহজ করার ক্ষেত্রে ‘হ্যালো এসবি অ্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটি এক চমৎকার উদ্যোগ। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘হ্যালো এসবি অ্যাপ’ অনন্য সংযোজন।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বলেন, এসবি সরকারের প্রাচীন ঐতিহ্যবাহী গোয়েন্দা সংস্থা। নবীন এবং প্রবীণ কর্মকর্তাদের সমন্বয়ে স্পেশাল ব্রাঞ্চ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। অনেক সফল কাজের পাশাপাশি এসবির রেকর্ড অ্যান্ড আর্কাইভস শাখায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দলিল, যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন, বাংলাদেশ’, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’, ‘কারাগারের রোজনামচা’ ইত্যাদি সংকলন। আইজিপি এসবির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে একটি তথ্যবহুল ভিডিও চিত্র উপভোগ করেন। তিনি এসবির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এসবির ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবির প্রমুখ।

প্রসঙ্গত, ‘হ্যালো এসবি অ্যাপ’টির মাধ্যমে পাসপোর্ট-সংক্রান্ত অনুসন্ধান প্রক্রিয়ায় কোথাও অহেতুক মুলতবি থাকলে অথবা এসবি সদস্য কিংবা অন্য কোনো সংস্থার সদস্য কর্তৃক দুর্ব্যবহার অথবা অনৈতিক প্রস্তাব পেয়ে থাকলে তাও জানানো যাবে। পাশাপাশি, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর দিয়ে যাতায়াতকালে দেশি-বিদেশি কোনো যাত্রী ইমিগ্রেশন অফিসার কর্তৃক দুর্ব্যবহার বা হয়রানির শিকার হয়ে থাকলে এ অ্যাপের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা যাবে। অ্যান্ড্রয়েড মোবাইলের ‘প্লে স্টোর’ থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর