আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আসিফ

ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পর সাঙ্গু নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার


চন্দনাইশ প্রতিনিধিঃ সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধারে সমর্থ হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রেলওয়ে ব্রীজের পাশে ফুটবল খেলা শেষে সাঙ্গু নদীতে গোসল করতে নামলে আসিফ বাবু (৯) নামের শিশুটি তলিয়ে যায়। এরপর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পৌঁছে অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত আসিফ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দোহাজারী-কালিয়াইশ পাওয়ার প্লান্টের কর্মী সাহেব আলীর ছেলে। আসিফ সাঙ্গু কিন্ডার গার্টেন স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। সাহেব আলীর নিজ বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার শ্যামপুর চিনিকল এলাকায়। তিনি বর্তমানে সরকারি কোয়ার্টারে থাকে।

জানা গেছে, গত ১৮ অক্টোবর (বুধবার) দুপুরে রেলওয়ে ব্রীজের পাশে ফুটবল খেলা
শেষে গোসল করতে নামলে এ সময় হঠাৎ আসিফ পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা
আসিফকে ডুবে যেতে দেখে পরিবারের কাছে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা ও
পরিবারের স্বজনরা নদীতে উদ্ধারের চেষ্টা চালান। তারা ব্যর্থ হয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হলে সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে অভিযান স্থগিত করে।

আসিফ বাবুর মা আয়েশা সিদ্দিকা জানান, ‘আমার ছেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি।’

চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আহমদ জানান, নিহত আসিফ আমাদের বিদ্যুত অফিসের কর্মচারী সাহেব আলীর সন্তান। কিছুদিন আগে তার পিতা এখানে বদলী হয়ে পরিবার নিয়ে আসেন।

তিনি আরো জানান, ‘যে স্থানে শিশুটির লাশ পাওয়া গেছে, সেখানে গত
১ বছরে ৩ শিশুর মৃত্যু হয়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর