নোবেল প্রাইজ পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অর্থনীতিবিদ


অর্থনীতিতে চলতি বছর নোবেল পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তারা তিনজনই মার্কিন নাগরিক। বেন এস বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। আজ সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে। নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান।

১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে। ১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।


Related posts

কর্ণফুলীতে এক দলিলে ৩ খতিয়ান

Chatgarsangbad.net

চট্টগ্রামে প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন চিকিৎসকরা

Chatgarsangbad.net

নেত্রী আস্থা রেখেছেন, প্রতিদান দেবো: পেয়ারুল ইসলাম

Chatgarsangbad.net

Leave a Comment