চমেক হাসপাতালে দালাল আটক


মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রামঃ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে সবুজ (২৫) নামে এক দালালকে ধরে পুলিশে দিয়েছে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে এই দালালকে ধরা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

আটক সবুজ নোয়াখালী সদর থানার নিয়ামতপুর এলাকার দুলামিয়া মুন্সি বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। তিনি হাসপাতালের সামনে বি কে ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

তিনি বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতেন। মঙ্গলবার তাকে গাইনী ওয়ার্ড থেকে আনসার সদস্যরা ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।


Related posts

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিণ্ড দান অনুষ্ঠিত

Chatgarsangbad.net

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

দোহাজারীতে পরিবার নিয়ে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন গ্রামপুলিশ সদস্যরা,পৌরসভায় আত্মীকরণের দাবি

Chatgarsangbad.net

Leave a Comment